ইউনিকোড ভিত্তিক লেখার পদ্ধতি এবং পরিবর্তক ১.৩.৬ (অক্টোবর ১৫, ২০০৬) English | বাংলা | New page
লেখন পদ্ধতি বাছাই করুন ইংরেজী বিজয় সামহোয়্যার-ইন ফোনেটিক অভ্র ফোনেটিক (অসম্পূর্ণ) ইউনিজয়
প্রচলিত যে ধরনের বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তন করতে চান বা উল্টোটি করতে চান সেটি বাছাই করুন: বিজয় সামহোয়ার-ইন টেকস্ট বৈশাখী

যে চাবি টেপা হয়েছে: কিছু না

বাংলা ওয়েব টুলস নীড়পাতা

এই প্রজেক্টটি ওয়েব এপ্লিকেশনের জন্য ইউনিকোড ভিত্তিক বাংলা টুলস গড়ে তুলবার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিজয়, অভ্র ফোনেটিক (অসম্পূর্ণ) ইত্যাদি লেখন পদ্ধতি এবং প্রচলিত বাংলা থেকে ইউনিকোড ও উল্টোটা পরিবর্তন করার টুল তৈরী করা হয়েছে।

কারিগর: এস এম মাহবুব মুর্শেদ, অরূপ কামাল
এখান থেকে ইউনিকোড ফন্ট ডাউনলোড করুন।

লক্ষ্য করুন: অভ্র ফোনেটিক কিন্তু এখনও অসম্পূর্ণ।

শর্টকাট চাবি:

 

প্রচলিত বাংলা থেকে ইউনিকোড বা উল্টোটা পরিবর্তন করতে:

 

এই ধরনের অন্যান্য টুল

 

ধন্যবাদ জানাই: